দীর্ঘদিনের প্রচেষ্টায় প্যারিসে নির্মাণ হচ্ছে প্রথম স্থায়ী শহীদ মিনার। তুলুজ শহরের পর এবার ফ্রান্সের রাজধানী প্যারিসে স্থায়ী শহীদ মিনার নির্মিত হচ্ছে । এর মধ্যে দিয়ে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে। ২০২৩ সালে ২১শে ফেব্রুয়ারি থেকে স্থায়ী শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবে সর্বসাধারণ।
গত শুক্রবার স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা জানিয়েছেন, প্যারিসের বিখ্যাত সেন্ট ডেনিস ইউনিভার্সিটির বার্নার্ড মারি স্কয়ারে নির্মিত হবে এই শহীদ মিনার। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে তৈরি করা হবে এটি। নির্মাণে খরচ হবে প্রায় ৭০ হাজার ইউরো।