1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে :মাধবপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১০:৫২ পূর্বাহ্ন




প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে :মাধবপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী

মাধবপুর প্রতিনিধি
    আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ৭:২৯:৪৪ অপরাহ্ন

প্রত্যন্ত অঞ্চল থেকে ভালো মানের খেলোয়াড় তৈরি করার জন্য প্রতিটি উপজেলায় শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। একদিন প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড়রা আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলা করে দেশের সুনাম বৃদ্ধি করবে। খেলাধুলা মানুষের শারীরিক গঠন বৃদ্ধি করে। খেলাধুলা মাদক থেকে মানুষকে দূরে রাখে।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ হাসান রাসেল (এমপি) হবিগঞ্জর মাধবপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।

হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় গেষ্ট অব অর্নার ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী(এমপি)।

উপজেলা নিবার্হী অফিসার মনজুর আহসান, মাধবপুর ক্রীড়া সংস্থার সেক্রেটারী সুকোমল রায়, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন টিপু সহ অনেকেই।

জাতীয় ক্রিড়া সংস্থার অর্থায়নে ৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে মাধবপুর স্টেডিয়ামে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচেছ।

 




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020