1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
প্রধানমন্ত্রীর জন্মদিনে সিলেট জেলা যুবলীগের মিলাদ ও দোয়া
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৯:৫৭ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর জন্মদিনে সিলেট জেলা যুবলীগের মিলাদ ও দোয়া

সিলেট প্রতিনিধি
    আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১০:০৭:১১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্ট:

এশিয়া মহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৪ দিনের কর্মসূচি ঘোষণা করে সিলেট জেলা যুবলীগ। এরই অংশ হিসেবে আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমআ নগরীর কালেক্টরেট মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো: শামীম আহমদ, জেলা যুবলীগ নেতা মনোজ কাপালী মিন্টু,আনোয়ার আলী,শামস উদ্দিন শামস, রেজাউল ইসলাম রেজা,খালেদ আহমদ, সাজলু লস্কর, সুজেল আহমদ তালুকদার, দুলাল আহমদ, মির্জা শেরওয়ান, শাহিনুজ্জামান শাহিন, সাইফুর রহমান,ফজলুর রহমান জসিম,রশিদুল আলম রাশেদ, টিপু সুলতান, কাজী নজরুল ইসলাম,জুয়েল আহমদ, রিয়াজুল ইসলাম, ফারুক আহমদ সুমন, রাজিব আহমদ চৌধুরী,আলাউদ্দিন তালুকদার, বদরুল আমিন, মনিরুল হক পিনু, সাহেদ আহমদ কাজী সাজু, আনসার আহমদ,মামুন পারভেজ, জালাল আহমদ, ড. ওয়াহিদ আহমেদ, মোঃ সাইদুল ইসলাম খান,এইচ আর রাসেল, সালেহ আহমদ, কাইয়ূম আহমদ, জুয়েল আহমদ, বেলাল আহমদসহ নেতৃবৃন্দ।

উলে­খ্য: আগামীকাল শনিবার দুপুর ২টায় ক্বীন ব্রীজের নিচে ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ, ২৭ সেপ্টেম্বর বৃক্ষরোপন ও ২৮ সেপ্টেম্বর প্রামান্য চিত্র প্রদর্শনী করা হবে।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020