প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র আগমনকে স্বাগত জানিয়ে নিউইয়র্ক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬ টায় জ্যাকসন হাইটস প্রাঙ্গনে আনন্দ মিছিল পরবর্তী এক পথসভা অনুষ্ঠিত হয়।
মাহমুদুর রহমান ও জামাল আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ড. মাসুদ রহমান,যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক মিছবাহ আহমদ,যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম,সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কাজী কয়েস আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সদস্য সোহান আহমদ টুটুল।
আরো উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশাহ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দুরুদ মিয়া রুমেল, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, নুরুল ইসলাম, যুবলীগ নেতা সেলিম উদ্দিন, ফরহাদ আহমদ, মনির উদ্দিন , আজমান আলী, আজাদুল কবির প্রমুখ।