সুনামগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে ও কেন্দ্রীয় যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় এবং সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক জনাব খায়রুল হুদা চপলের তত্ত্বাবধানে আজ মঙ্গলবার সকালে সুনামগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকা (ষোলঘর, আপ্তাবনগর,হালুয়ারঘাট,রহমতপুর,গোদারগাও,)বন্যা দুর্গত এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, যুগ্ম আহবায়ক খন্দকার মনজুর,জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সুব্রত তালুকদার, জেলা ছাত্রলীগ নেতা অরিন্দম মৈত্র অমিয়, ছাত্রলীগ নেতা দেবরাজ ভট্টাচায্য প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দরা বলেন, যেকোন দূর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান এবং সাধারন সম্পাদকের নির্দেশনায় সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের নেতৃত্বে জেলা ও উপজেলা যুবলীগের প্রতিটি নেতাকর্মীরা অতীতে যেকোন ধরনের অপতৎপরতা নাশকতা,কৃষকদের ধান কেটে দেয়া থেকে শুরু করে আমরা মাঠে ছিলাম এবং বর্তমানে মাঠে থেকে বন্যার্তদের খাদ্য সহায়তা অব্যাহত রাখা হয়েছে। এই বন্যার্ত মানুষজন যতদিন পর্যন্ত তাদের বাড়িঘরে ফিরে যেতে না পারবে যুবলীগের সকল নেতৃবৃন্দরা তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা বন্যার্তদের ঈদ উপলক্ষে চাল, ডাল, তেল, পেঁয়াজ, সেমাই, চিনি বিতরণ করেন।
এতে সার্বিক সহযোগীতা করেন, নিউইয়র্ক যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মাহমুদুর রহমান..