1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
প্রস্তুতি সম্পন্ন : জগন্নাথপুরে উপজেলা পরিষদের নির্বাচন আজ
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১০:১১ পূর্বাহ্ন




প্রস্তুতি সম্পন্ন : জগন্নাথপুরে উপজেলা পরিষদের নির্বাচন আজ

জগন্নাথপুর প্রতিনিধি:
    আপডেট : ২৫ মে ২০২৩, ১২:৫১:৪৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার ৮৯টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩১ ও নারী ভোটার ৯৯ হাজার ৯১৭ জন।

এদিকে, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। বুধবার প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারসহ আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। এবার শুধু অপেক্ষার পালা।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রার্থী অংশ নিয়েছেন। প্রার্থীরা হলেন, আ.লীগ মনোনীত নুরুল ইসলাম (নৌকা), বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত আবদুল কাইয়ূম কামালী সিতু (খেজুর গাছ), জাতীয় পার্টি মনোনীত আতাউর রহমান (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তালহা আলম (কাপ পিরিছ) ও স্বতন্ত্র প্রার্থী হারুন রাশীদ (আনারস)। এর মধ্যে ভোটযুদ্ধে কার গলায় পড়ছে জয়ের মালা। তা দেখার অধির আগ্রহ নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন জগন্নাথপুর উপজেলাবাসীসহ দেশ বিদেশে থাকা স্বজনরা।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020