1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
ফ্রান্সজুড়ে বিক্ষোভ অব্যাহত
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:৫৯ অপরাহ্ন
ফ্রান্সজুড়ে বিক্ষোভ অব্যাহত

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ১২ মার্চ ২০২৩, ৮:১৮:১৬ অপরাহ্ন

এক সপ্তাহ ধরে চলমান রয়েছে ফ্রান্সজুড়ে বিক্ষোভ। রবিবারও (১২মার্চ) দেশটিতে বিক্ষোভ হয়েছে। প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর পেনশন সংস্কারের পরিকল্পনার বিরুদ্ধে এই বিক্ষোভ হচ্ছে। চলমান বেশ কিছু ধর্মঘটের মধ্যেই সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে সেখানে।

মূলত চলতি বছরের শেষের দিকে ফ্রান্সে বিক্ষোভ শুরু করে কোয়ালিশন অব ফ্রেন্স ইউনিয়ন। সংস্কারমূলক পদক্ষেপটি প্রত্যাহার করতে তাদের মধ্যে নজিরবিহীন ঐক্য দেখা যায় শুরু থেকে। খবর রয়টার্সের।

ফ্রান্সের সিনেট যখন সংস্কারটি পর্যালোচনা করছে তখন দেশজুড়ে ২০০টির বেশি সমাবেশে ১০ লাখের বেশি মানুষ যোগ দেয়। বিক্ষোভকারীদের দাবি, অবসরের বয়স দুই বছর বাড়িয়ে ৬৪ বছর করা যুক্তি সংঙ্গত নয়।

স্থানীয় সময় বিকেলের দিকে বিক্ষোভ শুরু হয়। ফ্রান্সের গুরুত্বপূর্ণ শহরগুলোতে হাজার হাজার মানুষ অংশ নিয়ে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020