1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন : নূরুন্নবী চৌধুরী শাওন
বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:১৬ পূর্বাহ্ন




বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন : নূরুন্নবী চৌধুরী শাওন

Banglanews24ny
    আপডেট : ০৭ আগস্ট ২০২০, ৪:৫০:০৫ অপরাহ্ন

বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন নূরুন্নবী চৌধুরী শাওন,ভোলার লালমোহনে ‘বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর উদ্বোন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।শুক্রবার (৭ আগস্ট) বিকালে উপজেলার গজারিয়া খেলোয়াড় কল্যাণ সংস্থার আয়োজনে গজারিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করা হয়।উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহণ করে সৈনিক বাজার ক্রিড়া চক্র বনাম ১নং ওয়ার্ড জনতা বাজার ক্রিড়া চক্র। পুরো খেলায় দুই দল কোনো গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় ট্রাই ব্রেকারে।

এতে ৬-৫ গোলে জয় লাভ করে ১নং ওয়ার্ড জনতা বাজার ক্রিড়া চক্র।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহীন জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম. তানজিদ প্রমুখ।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020