1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
বড়লেখায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই জনের জেল
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:০০ পূর্বাহ্ন




বড়লেখায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই জনের জেল

মনিরুল ইসলাম,জুড়ী:
    আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২:৩০:৩৯ অপরাহ্ন

 মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় ভ্রাম্যমান আদালত মাদক বিক্রির দায়ে দুজন ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা পৌরসভার বারইগ্রাম এলাকায় বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরান ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় এক মোবাইল কোর্ট পরিচালনা করে গাজা কেনাবেচা অবস্থায় দুজন কে হাতেনাতে গ্রেফতার করেন।

বড়লেখা থানার এস আই শরিফ উদ্দিনের নেতৃত্বে বড়লেখা থানা পুলিশ মোবাইল কোর্ট কে সহায়তা করেন। মোবাইল কোর্টের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ একজন কে ০৯ মাসের এবং একজন কে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হল সুমন আহমেদ (৩৬) এবং সাইফুল ইসলাম (৩২)।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরান বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে আমরা কাজ করে যাচ্ছি। মাদকসেবনকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020