1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
বড়লেখায় সেলাই মেশিন বিতরণ
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৮:৫২ পূর্বাহ্ন




বড়লেখায় সেলাই মেশিন বিতরণ

মনিরুল ইসলাম,জুড়ী:
    আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১১:৫১:১২ পূর্বাহ্ন
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় আয় বৃদ্ধিমূলক কাজের জন্য উপকারভোগী পর্যায়ে নিজ বাহাদুরপুর ও সুজানগর ইউনিয়নের ৯৪ জন মহিলা ও কিশোরীদের মধ্যে সেভ দ্যা চিলড্রেনের অর্থায়নে ও বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) সূচনা প্রকল্পের মাধ্যমে সেলাই মেশিন বিতরণ করা হয়।
২২ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।
সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সূচনা প্রকল্পের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মাহবুব হাসান।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার।এ সময় দৈনিক যুগান্তর বড়লেখা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুর রব সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020