1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
বলিউডের আইটেম গার্ল নোরা কেন ঢাকায় আসছেন?
শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২, ০৬:০১ অপরাহ্ন
বলিউডের আইটেম গার্ল নোরা কেন ঢাকায় আসছেন?

বিনোদন ডেস্ক::
    আপডেট : ১২ আগস্ট ২০২২, ১০:৪৯:২৫ পূর্বাহ্ন

গত মাসেই ঢাকায় এসেছিলেন বলিউডের নন্দিত অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা। এবার প্রথমবারের মতো ঢাকায় আসছেন বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি।

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এক কনভেনশন হলে পুরস্কার বিতরণী আয়োজনে নাচ পরিবেশন করতে ঢাকায় আসবেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, নোরা ফাতেহির সঙ্গে আমাদের চুক্তি চূড়ান্ত হয়েছে। তিনি ডিসেম্বরে আসবেন। ঢাকায় নোরা ফাতেহির নাচের পারফরম্যান্স হবে। এছাড়া ফ্যাশন শো, অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও গানের আয়োজনও থাকছে।

নোরা ফাতেহি আইটেম গানের পাশাপাশি বলিউডের বেশ কিছু সিনেমায় নজর কেড়েছেন। এর মধ্যে রয়েছে- ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’। দক্ষিণী সিনেমাতেও তার সরব উপস্থিতি।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020