1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
বাংলাদেশ-ভারত নিজ মুদ্রায় বাণিজ্যে সম্মত
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১২:১১ অপরাহ্ন




বাংলাদেশ-ভারত নিজ মুদ্রায় বাণিজ্যে সম্মত

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ৮:৩৮:৪৭ অপরাহ্ন

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যের লেনদেনে নিজ নিজ মুদ্রা অর্থাৎ টাকা ও রুপি ব্যবহার করতে সম্মত হয়েছে দুই দেশ।

আন্তঃদেশীয় লেনদেনের সুবিধার্থে বাংলাদেশের সোনালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে। ভারতের দুটি ব্যাংকও বাংলাদেশের দুটি ব্যাংকে একই ধরনের অ্যাকাউন্ট খুলবে।

সংশ্লিষ্টদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্লোবাল অ্যাকাউন্টিংয়ে ‘ভোস্ট্রো’ ও ‘নস্ট্রো’ অ্যাকাউন্ট নামে পরিচিত এসব অ্যাকাউন্ট খোলার জন্য সংশ্লিষ্ট কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে।

সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম সংবাদমাধ্যমকে বলেন, টাকা ও রুপিতে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের ফলে মার্কিন ডলারের ওপর চাপ কমবে। এতে উভয় দেশই লাভবান হবে। ভারত ও বাংলাদেশের আরও ব্যাংক ধীরে ধীরে এই প্রক্রিয়ার অংশ হয়ে উঠবে।

চলমান ডলারের সংকটের মধ্যে কয়েক মাস ধরে টাকা ও রুপিতে লেনদেন সংক্রান্ত বিষয়টি নিষ্পত্তি নিয়ে আলোচনা চলছিল। তবে দুই দেশের মধ্যকার সব দ্বিপক্ষীয় বাণিজ্য স্থানীয় মুদ্রায় করা হবে না।

গত অর্থবছরে ভারত থেকে বাংলাদেশের আমদানি-রপ্তানির পরিমাণ ছিল প্রায় ১৩ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে দুই বিলিয়ন মার্কিন ডলার রুপিতে লেনদেন করা হবে ও বাকি মার্কিন ডলারে পরিশোধ করা হবে বলে। এদিকে বাংলাদেশ থেকে ভারতে রফতানি হয়েছে প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার এবং এগুলোর লেনদেন হবে রুপি ও টাকায়।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020