1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
বাইডেনের শুভেচ্ছা বার্তায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গ
বুধবার, ৩১ মে ২০২৩, ০৮:৩৭ পূর্বাহ্ন




বাইডেনের শুভেচ্ছা বার্তায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গ

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ২৭ মার্চ ২০২৩, ৭:৩০:৫৫ অপরাহ্ন

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এ দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুভেচ্ছা বার্তায় তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকারের প্রতি দুই দেশের অঙ্গীকারের কথা উল্লেখ করেন।

ঢাকায় মার্কিন দূতাবাস আজ সোমবার এই তথ্য জানিয়েছে। মার্কিন দূতাবাস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ২১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। ঢাকায় মার্কিন দূতাবাস তাদের প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা শুভেচ্ছা বার্তায় প্রেসিডেন্ট বাইডেন লেখেন, বাংলাদেশের জনগণ স্বাধীনতা ও স্বাধীনতার তাৎপর্য গভীরভাবে বুঝতে পারে। কারণ, ১৯৭১ সালে তারা নিজেদের ভাগ্য নির্ধারণ এবং নিজের ভাষায় কথা বলার জন্য সাহসিকতার সঙ্গে লড়াই করেছিল।

জো বাইডেন বলেন, ‘বাংলাদেশে নির্বাচন ঘনিয়ে আসার সময় মনে করিয়ে দিতে চাই যে আমাদের দুই দেশ গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি সম্মান এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অত্যন্ত গুরুত্ব দেয়।’

প্রধানমন্ত্রীর কাছে বার্তায় মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বেশি সংখ্যায় সদস্য প্রেরণকারী দেশ ও সবচেয়ে ঝুঁকিপূর্ণদের রক্ষায় বাংলাদেশের অঙ্গীকারকে সাধুবাদ জানায় যুক্তরাষ্ট্র। এ ছাড়া বিশ্বজুড়ে মহামারির অবসানের জন্য রাজনৈতিক অঙ্গীকার পূরণে বৈশ্বিক কর্মপরিকল্পনাবিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠকের সহ-আয়োজক হওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানাই।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতার প্রশংসা করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ সীমান্ত খুলে দিয়ে প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে স্বাগত জানিয়েছে। আপনাদের সহানুভূতি ও উদারতা বিশ্বের জন্য একটি উদাহরণ স্থাপন করেছে। আমরা রোহিঙ্গা শরণার্থী সংকটের দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করার এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিতের জন্য অঙ্গীকারবদ্ধ।’

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের পাঁচ দশকের সম্পর্কের প্রসঙ্গ টেনে জো বাইডেন বলেন, ‘আমাদের ৫০ বছরের বেশি সময়জুড়ে কূটনৈতিক সম্পর্কের মধ্য দিয়ে দুই দেশ একসঙ্গে অনেক কিছু অর্জন করেছে। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেওয়া, জনগণের মধ্যে সম্পর্ক জোরদার, বৈশ্বিক স্বাস্থ্য ও জলবায়ু সমস্যা মোকাবিলা, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক প্রতিক্রিয়ায় অংশীদারত্ব ও সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক এবং স্বাধীন বাংলাদেশের প্রতি অঙ্গীকার।’

শুভেচ্ছা বার্তার শেষে জো বাইডেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেন, ‘উদ্‌যাপনের দিনটিতে আপনি ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভকামনা। জয় বাংলা।’




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020