1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
বাফুফেতে আজীবন নিষিদ্ধ সোহাগ
শনিবার, ১০ জুন ২০২৩, ০১:৩৭ অপরাহ্ন




বাফুফেতে আজীবন নিষিদ্ধ সোহাগ

স্পোর্টস ডেস্ক :
    আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ৭:১১:৩৯ পূর্বাহ্ন

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা দুই বছর নিষিদ্ধ ঘোষণা করলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে আবু নাইম সোহাগকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) বাফুফের জরুরি সভা শেষে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ফিফা তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। আমাদের আজকের সভায় তাকে ফুটবলের সঙ্গে কখনো সম্পৃক্ত না করার সিদ্ধান্ত হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে সোহাগ বাংলাদেশের ফুটবল থেকে আজীবন নিষেধাজ্ঞার মধ্যেই পড়লেন। ফিফার দুই বছরের নিষেধাজ্ঞার বিপরীতে আবু নাইম সোহাগ আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদনের কথা জানিয়েছিলেন। আবেদনে শাস্তির মেয়াদ কমলে বা শাস্তির মেয়াদ শেষ হলে ফুটবলাঙ্গনে ফেরার সুযোগ ছিলো সোহাগের। বাফুফের এই সিদ্ধান্তের ফলে সোহাগের ফুটবল অধ্যায় সমাপ্ত।

আবু নাইম সোহাগ সাধারণ সম্পাদক হলেও ফেডারেশনের নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করতেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। আবু নাইম সোহাগ যদি সামনে প্রকাশ করেন এই দুই শীর্ষ ব্যক্তির প্ররোচনায় তিনি এমন কাজে লিপ্ত ছিলেন? এমন প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বলেছেন, বললে বলুক।

একই প্রশ্নে সালাম মুর্শেদীর বলেন, ভবিষ্যতের যদির ওপর কোনো মন্তব্য করা যায় না।

এর আগে গত শুক্রবার আর্থিক কেলেঙ্কারির দায়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা।

এদিকে, বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ইমরান হোসেন তুষারকে দায়িত্ব দেয়া হয়েছে। আগামী তিন মাসের জন্য তাকে এই নিয়োগ দেয়া হয়েছে। আজ সোমবার (১৭ এপ্রিল) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020