1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
বালাগঞ্জে অধ্যক্ষ মহিউদ্দিন শীরুকে স্মরণ
সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২, ০৩:৫৫ পূর্বাহ্ন
বালাগঞ্জে অধ্যক্ষ মহিউদ্দিন শীরুকে স্মরণ

বালাগঞ্জ প্রতিনিধি
    আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ৮:৪০:৫১ অপরাহ্ন

সিলেটের বালাগঞ্জ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সাংবাদিক অধ্যক্ষ মহিউদ্দিন শিরুর ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কলেজ সংলগ্ন ডি এন উচ্চ বিদ্যালয় মসজিদে মিলাদ শেষে কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেটের বিশিষ্ট সাংবাদিক অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদীর সভাপতিত্বে ও প্রভাষক অহী আলম রেজার সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, মহিউদ্দিন শিরু ছিলেন আলোকিত মানুষ। তিনি স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখাতেন। কলেজ প্রতিষ্ঠায় তার শ্রম, মেধা এ অঞ্চলের মানুষ ভুলবে না। নতুন প্রজন্মকে তার গুণাবলি ধারণ করতে হবে।

সভায় বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সদস্য এম এ মতিন, সহকারী অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, মো. ফয়জুল ইসলাম, প্রভাষক বিধান শিকদার, কৃষ্ণা দেব, আকরাম হোসেন, বুলবুল আহমেদ প্রমুখ।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020