1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
বালাগঞ্জ ইউএনও'র নিরাপত্তায় দুই শিফটে ৪ আনসার সদস্য থাকবেন
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৯:৫২ পূর্বাহ্ন




বালাগঞ্জ ইউএনও’র নিরাপত্তায় দুই শিফটে ৪ আনসার সদস্য থাকবেন

বালাগন্জ প্রতিনিধি
    আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ৩:৫৬:১২ অপরাহ্ন

বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহের নিরাপত্তার জন্য তার সরকারী বাসভবনে ৪ জন আনসার সদস্যকে দায়িত্বভার দেয়া হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে ইউ.এন.ও’র বাসার মূল গেইটের সামনে আনসার সদস্যগণ নিরাপত্তায় নিয়োজিত হয়েছেন।

তারা দুই শিফটে নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ নিজেই এ বিষয়টি নিশ্চিত করেছেন।। তবে, পরবর্তীতে আরো আনসার সদস্য নিয়োজিত হতে পারে বলেও তিনি জানিয়েছেন।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা’র বাসা সহ উপজেলা কমপ্লেক্স এলাকায় বালাগঞ্জ থানা পুলিশের একটি দল আগে থেকেই সার্বক্ষণিক টহলে রয়েছে বলে জানিয়েছেন বালাগঞ্জ থানা’র অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান।

উল্লেখ্য, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর দূর্বৃত্তদের অতর্কিত হামলার পর সারা দেশের ইউ.এন.ও’দের

নিরাপত্তা বৃদ্ধির অংশ হিসেবে সরকারি এক নির্দেশনার আলোকে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় এ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020