1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:২০ পূর্বাহ্ন




বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

Banglanew24ny
    আপডেট : ২৩ জুলাই ২০২০, ৫:৫৪:৪৪ পূর্বাহ্ন

ফেনীর সোনাগাজীতে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল (১৬) বছর বয়সী নবম শ্রেণির এক স্কুলছাত্রী।বুধবার (২২ জুলাই) দুপুরে সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের কোরবান আলী হাফেজের বাড়িতে মেয়েটির বিয়ের আয়োজনের প্রস্তুতি চলাকালে বিবাহ অনুষ্ঠান বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।সোনাগাজীর সহকারী কমিশনার( ভূমি) নাছরিন আকতার জানান, গোপন সংবাদে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওই সময় মালায়েশীয়া প্রবাসী বেলায়েত হোসেনের কন্যা ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর সাথে পাশের গ্রামের আলাউদ্দিন নামে এক যুবকের বিয়ের প্রস্তুতি চলছিলো। একপর্যায়ে কনের পরিবারকে ৩ হাজার টাকা জরিমানাসহ ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেয়ার জন্য পরিবারের কাছ থেকে অঙ্গিকারনামা নিয়ে বিবাহ বন্ধ করে দেন এবং পাত্রপক্ষের বাড়ি গিয়ে অপ্রাপ্ত বয়স্ক কোনো কনেকে বিয়ে না করার জন্য তাদের সতর্ক করে দেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার খায়ের, চরমজলিশপুর ইউপির ৮নং ওয়ার্ড ইউপি সদস্য শাহজাহান সাজু ও পুলিশ সদস্যরা সহ অনেকে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020