হবিগঞ্জের বাহুবলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা ২ টার দিকে উপজেলার চালিতাতলা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মোঃ রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে ঢাকা সিলেট মহাসড়ক ও চালিতাতলা ভায়া বাহুবল পুরাতন সড়কে রাস্তায় গাছ রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে চৌধুরী স’মিলকে ১৫ হাজার টাকা ও লাল মিয়া লন্ডনীর স’মিলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভবিষ্যতে আর রাস্তায় গাছ রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য দুটি করাতকলকে সর্তক করে দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম।