1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
বিএনপির গণমিছিলে ইসলামী ঐক্যজোটের একাত্মতা
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৬:২৫ পূর্বাহ্ন




বিএনপির গণমিছিলে ইসলামী ঐক্যজোটের একাত্মতা

বাংলানিউজএনওয়াই ডেস্ক::
    আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ৭:১৩:৫৯ অপরাহ্ন

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপার্সন, ফখরুল আলমগীর সহ আলেম সমাজের মুক্তির দাবীতে বিবৃতি দিয়েছে ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সুপ্রীম কোর্ট এর আইনজীবী মাওলানা আব্দুর রকিব ও মহাসচিব মাওলানা আবদুল করিম খান বলেন, সরকার বিরোধী মতকে দমিয়ে রাখতে নানা ধরনের পায়তারা করছে। বিএনপি ঘোষিত গণমিছিলকে বানচাল করতে একের পর এক ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। সরকার বাধা দেবে না বললেও গণগ্রেফতার করে বিরোধী দল দমনে উৎসব চলছে, বিএনপি ও আলেম সমাজ এতে ভীত নয়। বিএনপি ও অঙ্গসংগঠনগুলো সহ আলীম সমাজের সব পর্যায়ের নেতাকর্মীদের বাধাবিপত্তি উপেক্ষা করে গণমিছিল সফল করার আহ্বান জানান তারা। পাশাপাশি নেতৃবৃন্দ বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আলেম সমাজের নিঃশর্ত মুক্তি দাবি জানান।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020