1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
বিকালে সিলেটে সিশেলসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বুধবার, ৩১ মে ২০২৩, ১০:১২ পূর্বাহ্ন




বিকালে সিলেটে সিশেলসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
    আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১১:২৪:২৩ পূর্বাহ্ন

আজ শনিবার (২৫ মার্চ) সিলেট জেলা স্টেডিয়ামে বিকাল পৌনে চারটায় সিশেলসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি এ মাঠেই গড়াবে আগামী ২৮ মার্চ।

বাফুফে জানায়, ত্রিদেশীয় একটি ফুটবল টুর্নামেন্টে প্রাথমিক আলোচনায় বাংলাদেশের সাথে এই টুর্নামেন্টে খেলতে সম্মতি দিয়েছিল ব্রুনাই ও সিশেলস। শেষ মুহূর্তে ব্রুনাই আসতে অপারগতা প্রকাশ করায় সিশেলসের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলবে জামাল ভূইয়ারা। এই সিরিজে খেলতে বুধবার সিলেটে এসে পৌঁছে সিশেলস জাতীয় ফুটবল দল।

এই সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে সিরিজের বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
তিনি জানান, এই ম্যাচের সময়সূচী ফিফা নির্ধারিত। নির্ধারিত দিনে বিকেল পৌনে ৪টায় ম্যাচ দু’টি শুরু হবে। আজ ২৪ মার্চ সকাল ১০ টা থেকে জেলা স্টেডিয়ামের কাউন্টারে খেলার টিকেট বিক্রি শুরু হবে। টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। সফলভাবে আন্তর্জাতিক ম্যাচ দু’টি সম্পন্নে ক্রীড়া সংগঠক, সাংবাদিকসহ সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন মাহি উদ্দিন আহমদ সেলিম। একই সঙ্গে মাঠে এসে ম্যাচ দু’টি উপভোগ করার জন্য ফুটবলানুরাগীদের প্রতি আহবান জানান তিনি।

বাংলাদেশ দল: আনিসুর রহমান জিকো, কাজী তারিক রায়হান, সাদউদ্দিন, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, তপু বর্মন, মাশুক মিয়া জনি, সোহেল রানা, রাকিব হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, আলমগীর মোল্লা, রহমত মিয়া, সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম, এলিটা কিংসলে, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মিতুল মারমা, মজিবুর রহমান জনি, আমিনুর রহমান সজীব ও রবিউল হাসান।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020