1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
বিচ্ছেদের পর কেমন আছেন নুসরাত ফারিয়া!
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:২৪ অপরাহ্ন




বিচ্ছেদের পর কেমন আছেন নুসরাত ফারিয়া!

বিনোদন ডেস্ক :
    আপডেট : ১২ মার্চ ২০২৩, ৮:২৩:৪০ অপরাহ্ন

বাগদানের তিন বছরের মাথায় বিচ্ছেদের ঘোষণা দেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। ১ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দিয়ে ভক্তদের নুসরাত ফারিয়া জানান, ‘অনেক ভেবে-চিন্তে আমি ও রনি আমাদের ৯ বছরের সম্পর্কের ইতি টানছি’। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে এই কঠিন সময়ে তার জন্য দোয়া ও আশীর্বাদও চান তিনি। বর্তমানে নুসরাত ভালো আছেন এবং ভীষণ ব্যস্ততায় সময় কাটছে তার।

বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’ প্রদান অনুষ্ঠানের উপস্থাপনা করেন নুসরাত। সেখানেই সংবাদমাধ্যমকে ফারিয়া জানান, ভীষণ ব্যস্ততায় সময় কাটছে তার। গত একমাসে তিনি পাঁচটি গানের শুটিং করেছেন। বাংলাদেশে অনম বিশ্বাসের পরিচালনায় ‘ফুটবল ৭১’ সিনেমার শুটিং করেছেন। এর মধ্যে কলকাতায় ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুটিং করেছেন।

বিচ্ছেদের কারণ নিয়ে এক প্রশ্নের জবাবে ফারিয়া বলেন, আসলে আমি আমার ফ্যানদের বিষয়টি জানিয়েছি। আমার জানানো উচিত ছিল তাই জানিয়েছি। এটাই যথেষ্ট। এখন আমি অনেক ভালো আছি।

তিনি বলেন, এত ভালো আছি যে আমাকে যদি কেউ বলে নুসরাত ফারিয়া হতে চাও নাকি অন্যকিছু হতে চাও? আমি বলব, যতবার জন্মাবো এই নুসরাত ফারিয়া হয়েই জন্মাতে চাই।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020