1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
বিপিএল সিলেট পর্বে নিরাপত্তা দিতে প্রস্তুত পুলিশ
মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:২৬ অপরাহ্ন
বিপিএল সিলেট পর্বে নিরাপত্তা দিতে প্রস্তুত পুলিশ

স্পোর্টস ডেস্ক :
    আপডেট : ১৭ জানুয়ারী ২০২৩, ১১:০২:৪৩ অপরাহ্ন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব শুরুর আগে আইনশৃৃঙ্খলাসহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার এসএমপি’র সদর দপ্তরের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান পিপিএম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ও ইএন্ডডি) মোহাম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদীদ, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্যরা।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) উপলক্ষে মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতে সার্বিক নিরাপত্তা প্রদান করা হবে। এছাড়া আগত খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা প্রদানে পুলিশ সচেতনভাবে তাদের দায়িত্ব পালন করবে।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020