1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
বিমানের ইঞ্জিন টেনে নিল কর্মীকে, মুহূর্তেই ছিন্নভিন্ন দেহ!
শনিবার, ১০ জুন ২০২৩, ০১:৪৯ অপরাহ্ন




বিমানের ইঞ্জিন টেনে নিল কর্মীকে, মুহূর্তেই ছিন্নভিন্ন দেহ!

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ০৩ জানুয়ারী ২০২৩, ৮:৩৫:১৭ অপরাহ্ন

বিমানবন্দরে পার্ক করা বিমানের সামনে যেতেই এক কর্মীকে ভেতরে টেনে নেয় ইঞ্জিন। ফলে মুহূর্তের মধ্যেই দেহ ছিন্নভিন্ন হয়ে মৃত্যু হয় তার। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের অ্যালাবামার মন্টগোমারি রিজিওনাল এয়ারপোর্টে।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, গত ৩১ ডিসেম্বর স্থানীয় সময় বিকেল ৩টে নাগাদ ডালাস থেকে একটি বিমান মন্টগোমারি বিমানবন্দরে এসে নামে। বিমানটিকে পার্ক করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সব ঠিকঠাক আছে কি না তা খতিয়ে দেখার জন্য পার্ক করা বিমানের কাছে গিয়েছিলেন এক কর্মী। কিন্তু তখনও বিমানের একটি ইঞ্জিন চালু ছিল। আর সেই ইঞ্জিনই ভিতরের দিকে টেনে নেয় ওই কর্মীকে।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি (এনটিএসবি) বোর্ড সূত্রে খবর, মৃত কর্মী পায়েডমন্ট এয়ারলাইন্সের। বিমান সংস্থাটির পক্ষ থেকেও এই ঘটনায় দুঃখপ্রকাশ করা হয়েছে।

বিমানবন্দরের এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়েড ডেভিস বলেন, “এই দুঃসময়ে ওই কর্মীর পরিবারের পাশে রয়েছি আমরা। সমস্ত রকম সহযোগিতা করা হবে ওই কর্মীর পরিবারকে।”

এদিকে ঠিক কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে এনসিএসবি এবং অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020