1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
বিয়ানীবাজারের পলাতক ডাকাত কানাইঘাট থেকে আটক
বুধবার, ৩১ মে ২০২৩, ০৮:৪১ পূর্বাহ্ন




বিয়ানীবাজারের পলাতক ডাকাত কানাইঘাট থেকে আটক

বিয়ানীবাজার প্রতিনিধি
    আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ২:৪১:১৯ অপরাহ্ন

বিয়ানীবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক ডাকাতকে আটক করেছে । আটককৃত ডাকাত হিরালাল মালাকার (৫৪) বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের নারায়নপুর এলাকার মৃত বিরেন্দ্র মালাকারের পুত্র। সে কুলাউড়া থানায় একটি ডাকাতি মামলায় আদালত কর্তৃক ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিলো। রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার কানাইঘাট থানা এলাকা থেকে বিয়ানীবাজার থানার এসআই নিয়াজ মুর্শেদ আবীর তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, ২০০৬ সালে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এলাকার হিংগাজিয়া গ্রামের একটি বাড়িতে ডাকাতি ঘটনায় সে জড়িত ছিলো। তৎকালিন সময়ে পুলিশ কর্তৃক গ্রেফতার হওয়ার পর ধৃত আসামী হিরালাল মালাকার দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিলে বিজ্ঞ আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এরপর থেকে সাজা এড়াতে সে আত্মগোপনে চলে যায়। অবশেষে দীর্ঘ ১৩ বছর পর পুলিশের জালে আটকা পড়ে সে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020