1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
বিশ্বকাপে ইরান প্রতিদিন ২৫০ মেট্রিক টন খাদ্যপণ্য রপ্তানি করছে
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৬:৫৯ অপরাহ্ন




বিশ্বকাপে ইরান প্রতিদিন ২৫০ মেট্রিক টন খাদ্যপণ্য রপ্তানি করছে

বাংলানিউজএনওয়াই ডেস্ক::
    আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১১:৩৯:৪১ অপরাহ্ন

ফিফা বিশ্বকাপ উপলক্ষে ইসলামি প্রজাতন্ত্রী ইরান প্রতিদিন কাতারে ২৫০ মেট্রিক টন খাদ্যপণ্য রপ্তানি করছে। ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থা টিপিও একথা জানিয়েছেন।

সংস্থার শীর্ষ পর্যায়ের কর্মকর্তা আলী রেজা পেইমান জানান, এরই মধ্যে কয়েকটি কার্গো বিমানে করে কাতারে পণ্য পাঠানো হয়েছে। দুই দেশের মধ্যে একটি চুক্তির আওতায় এসব খাদ্যপণ্য কাতারে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

সম্প্রতি কাতারে অনুষ্ঠিত একটি প্রদর্শনীতে টিপিও অংশ নিয়েছিল এবং সেই সময় দোহার সঙ্গে তেহরানের এই চুক্তি সইয়ের ক্ষেত্র প্রস্তুত হয়। আলী রেজা পেইমান জানান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য উন্নয়ন ঘটানো ইরানের বর্তমান সরকারের বিশেষ অগ্রাধিকার।

কাতার ইরানের দক্ষিণ দিকে অবস্থিত এবং মাঝখানে পারস্য উপসাগর পাড়ি দিয়েও সাগরপথে সহজে কাতারে পৌঁছানো যায়। আলী রেজা পেইমান জানান, কাতারে রপ্তানির ক্ষেত্রে ইরানের ব্যবসায়ীদের জন্য দোহা খুবই সামান্য শুল্ক আরোপ করে থাকে।

এর আগে সউদী আরব সমর্থিত আরব জোট কাতারের ওপর অবরোধ আরোপ করলে ইরান কাতারে জরুরি খাদ্য সহায়তা পাঠিয়েছিল।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020