1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
বিশ্বসেরা গবেষকদের তালিকায় শাবির ২২২ গবেষক
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১১:৩১ পূর্বাহ্ন




বিশ্বসেরা গবেষকদের তালিকায় শাবির ২২২ গবেষক

শাবি প্রতিনিধি
    আপডেট : ০২ জানুয়ারী ২০২৩, ৭:৫৫:৪১ অপরাহ্ন

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং ২০২৩-এ বিশ্বসেরা গবেষকের তালিকায় স্থান পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২২২ জন শিক্ষক, শিক্ষার্থীও গবেষক। সম্প্রতি বিশ্বের ২১৬টি দেশের ১৯ হাজার ৫২৬টি বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানের ১২লাখ ৩৩ হাজার ৫০২ জন বিজ্ঞানীর তালিকা প্রকাশ করেছে এ গবেষণা প্রতিষ্ঠান। সেখানে স্থান পেয়েছেন শাবির এই গবেষকরা।

এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে জানা গেছে, ১২টি ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে। এডি সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২৩ এর তালিকায় বাংলাদেশের১৬৮টি বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানের ৬ হাজার ৩৩৫ জন গবেষক স্থান পেয়েছেন। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে স্থান পেয়েছেন শাবির বিভিন্ন বিভাগের ২২২ জন শিক্ষক, শিক্ষার্থীও গবেষক।

তালিকায় শাবির গবেষকদের মধ্যে প্রথম ও বাংলাদেশের মধ্যে ৫৩তম স্থানে রয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম। এছাড়া শাবির তালিকায় ২য় থেকে ৫ম স্থানে রয়েছেন যথাক্রমে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. নুরশাদ আলী, সিইপি বিভাগেরঅধ্যাপক ড. আবু ইউসুফ, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাসনাত ও সিইপি বিভাগের অধ্যাপক ড. মো. তামেজ উদ্দিন ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বলেন, এটি আমাদের জন্য গর্বের বিষয়। বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান করে নেওয়ায় তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আগামীতে আরো ভালো করতে তাদেরকে আরো বেশি গবেষণায় মনোযোগী হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ র‌্যাংকিং প্রকাশ করেছে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020