বিশ্বব্যাপী কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এক হাজারেরও বেশি নার্স মারা গেছেনি। ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস(আইসিএন) বুধবার এ কথা জানিয়ে বলেছে, সঠিক সংখ্যা আরো অনেক বেশি হতে পারে।
যে সব দেশে নার্সদের বিষয়ে আলাদা তথ্য পাওয়া গেছে; সে সব দেশের জরিপ থেকে আইসিএন বলছে, শ্বাসযন্ত্রের এই রোগ শুরুর পর থেকে এ পর্যন্ত এক হাজারেরও বেশি নার্স মারা গেছে।-খবর বাসসের
এক রিপোর্টে আইসিএন বলছে, ১৪ আগস্ট পর্যন্ত বিশ্বের ৪৪টি দেশে এক হাজার ৯৭ জন নার্স মারা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রাজিলে ১১ আগস্ট পর্যন্ত কোভিড-১৯ সম্পর্কিত অসুস্থতায় ৩৫১ জন নার্স মারা গেছে। যা এই উপাত্তের মধ্যে সবেচেয়ে বেশি সংখ্যা।
মেক্সিকোতে মারা গেছে ২১২ জন নার্স। এছাড়া ৩২টি দেশের উপাত্ত থেকে দেখা গেছে, ১৪ আগস্ট পর্যন্ত ৫ লাখ ৭২ হাজার ৪৭৮ জন নার্স কোভিড -১৯ এ আক্রান্ত হয়েছেন; যা মোট সংক্রমণের ১০ শতাংশ।
আইসিএন প্রেসিডেন্ট এনেত্তি কেনেডি এ রিপোর্টকে উদ্বেগজনক উল্লেখ করে বলেছেন, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী এখনও সহিংসতা, কুসংস্কার, মানসিক অসুস্থতা, সংক্রমণসহ কোভিড -১৯ এবং এ সম্পর্কিত সব ধরণের ঝুঁকির মধ্যে রয়েছে।
তিনি বলেন, নার্সদের অবমূল্যায়ন এবং তাদের কম বেতনে কাজ করানো হয়। এসব বিষয় শোধরাতে সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আইসিএন।