1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
বিশ্বে করোনায় সহস্রাধিক নার্সের মৃত্যু
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৮:৪৫ পূর্বাহ্ন




বিশ্বে করোনায় সহস্রাধিক নার্সের মৃত্যু

অনলাইন ডেস্ক:
    আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ৯:৫৮:৩৫ পূর্বাহ্ন

বিশ্বব্যাপী কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এক হাজারেরও বেশি নার্স মারা গেছেনি। ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস(আইসিএন) বুধবার এ কথা জানিয়ে বলেছে, সঠিক সংখ্যা আরো অনেক বেশি হতে পারে।

যে সব দেশে নার্সদের বিষয়ে আলাদা তথ্য পাওয়া গেছে; সে সব দেশের জরিপ থেকে আইসিএন বলছে, শ্বাসযন্ত্রের এই রোগ শুরুর পর থেকে এ পর্যন্ত এক হাজারেরও বেশি নার্স মারা গেছে।-খবর বাসসের

এক রিপোর্টে আইসিএন বলছে, ১৪ আগস্ট পর্যন্ত বিশ্বের ৪৪টি দেশে এক হাজার ৯৭ জন নার্স মারা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রাজিলে ১১ আগস্ট পর্যন্ত কোভিড-১৯ সম্পর্কিত অসুস্থতায় ৩৫১ জন নার্স মারা গেছে। যা এই উপাত্তের মধ্যে সবেচেয়ে বেশি সংখ্যা।

মেক্সিকোতে মারা গেছে ২১২ জন নার্স। এছাড়া ৩২টি দেশের উপাত্ত থেকে দেখা গেছে, ১৪ আগস্ট পর্যন্ত ৫ লাখ ৭২ হাজার ৪৭৮ জন নার্স কোভিড -১৯ এ আক্রান্ত হয়েছেন; যা মোট সংক্রমণের ১০ শতাংশ।

আইসিএন প্রেসিডেন্ট এনেত্তি কেনেডি এ রিপোর্টকে উদ্বেগজনক উল্লেখ করে বলেছেন, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী এখনও সহিংসতা, কুসংস্কার, মানসিক অসুস্থতা, সংক্রমণসহ কোভিড -১৯ এবং এ সম্পর্কিত সব ধরণের ঝুঁকির মধ্যে রয়েছে।

তিনি বলেন, নার্সদের অবমূল্যায়ন এবং তাদের কম বেতনে কাজ করানো হয়। এসব বিষয় শোধরাতে সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আইসিএন।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020