বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দশম রাউন্ডের প্রথম দিনে দুর্দান্ত সেঞ্চুরি পেয়েছেন জাকের আলি অনিক। ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে ১২১ রানে থেমেছেন বিসিবি মধ্যাঞ্চলের এ ব্যাটার।
৩৭ রানে তিন উইকেট পড়ার পর ওপেনার সৌম্য সরকারের সঙ্গে জুটি গড়েন তিনি। দারুণ ব্যাটে দলকে এগিয়ে নেয় এ জুটি। ১০৫ রানের এ জুটি ভেঙে সৌম্যকে ফেরান পেসার এনামুল হক। তবে থেমেছিলেন না অনিক। শুভাগত হোমের সঙ্গে গড়েন আরও ১১৪ রানের জুটি। ৮২ রান করা শুভাগতকে ফেরান রিপন মন্ডল। দলীয় ৭৫তম ওভারের চতুর্থ বল লংঅন দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরিপূর্ণ করেন তিনি।
দিনের শেষ বেলায় দুই ওভার থাকতেই এই ব্যাটারকে থামান রিপন। গতকাল সোমবার রাজশাহীতে প্রথম দিন শেষে ৭ উইকেটে স্কোর বোর্ডে ৩২৪ রান যোগ করেছে অনিকের দল মধ্যাঞ্চল। ৪ উইকেট নিয়েছেন রিপন মন্ডল। মঙ্গলবার ব্যাট করবেন অপরাজিত ব্যাটার আরিফুল হক ও রবিউল হক।