বিয়ানীবাজার সরকারি কলেজের ছাত্রী হাজেরা বেগম (২৩) এর মরদেহ উদ্ধার করছে পুলিশ। বুধবার (২৭ জুলাই) সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মরদেহের ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। তাছাড়া ওই কলেজ ছাত্রীর ব্যবহৃত মোবাইল ফোনও এ সময় জব্দ করা হয়।
কলেজ ছাত্রী হাজেরা বেগম জকিগঞ্জ উপজেলার সোনাশার এলাকার জয়নুল হকের মেয়ে এবং পৌরশহরের খাসাড়িপাড়া এলাকায় সে তার খালার বাড়িতে থেকে লেখাপড়া করতো বলে জানা গেছে।
পুলিশ জানায়, নিহত হাজেরা বেগম খাসাড়িপাড়ায় তার খালার বাড়িতে থেকে লেখাপড়া করতেন। মঙ্গলবার (২৬ জুলাই) রাতে ওই পরিবারের সদস্যরা যথারীতি ঘুমাতে যান। বুধবার সকালে বাড়ির সদস্যরা ঘুম থেকে ওঠে বারান্দায় নিহতের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই|
বিয়ানীবাজার থানার এসআই নূর মিয়া জানান, নিহত তরুণীর মোবাইল ফোন নিয়ে আসা হয়েছে। তার ব্যবহৃত ফোন নাম্বার এবং অন্যান্য বিষয়াদি আমরা খতিয়ে দেখবো। সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।