1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
বিয়ের পিঁড়িতে বসলেন তরুণ নাট্য নির্মাতা রুবায়েত মাহমুদ।
বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২, ০২:৫৩ অপরাহ্ন
বিয়ের পিঁড়িতে বসলেন তরুণ নাট্য নির্মাতা রুবায়েত মাহমুদ।

বিনোদন প্রতিবেদক
    আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ৪:২১:৫৩ অপরাহ্ন

বিয়ের পিঁড়িতে বসলেন তরুণ নাট্য নির্মাতা রুবায়েত মাহমুদ। গেল ২৮ আগস্ট, শুক্রবার দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে করেন তিনি। পাত্রী সায়কা সিমম পৃথা চলতি বছরেই মালয়েশিয়ার লিমককউইয়ং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে কমিউনিকেশন বিষয়ে মাস্টার্স শেষ করেছেন।

গেল শুক্রবার পৃথার মিরপুরের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে হয় বলে জানান রুবায়েত। দীর্ঘ প্রায় ৭ বছর ধরে প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছিলেন তারা। অবশেষে প্রেমের পরিণতি হিসেবে ঘরোয়াভাবেই গাঁটছড়া বাঁধেন। এসময় তাদের পরিবারের সদস্য ছাড়াও এই বিয়েতে উপস্থিত ছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ,সাবিলা নূর-নেহাল দম্পতি, মুমতাহিনা টয়াসহ আরও অনেকেই।

নাট্য নির্মাতা রুবায়েত বলেন, আমাদের দুজনের বেশ অনেকদিন ধরেই একটা ভালো সম্পর্ক ছিলো। দেখতে দেখতে আমাদের প্রেমের ৭ বছর পার হয়ে গেলো। তারপর আমরা দুজনে আমাদের পরিবারে জানালে তাদের সম্মতিক্রমেই শুভ কাজটি সেরে ফেলি।

যেহেতু এখন দেশের পরিস্থিতি ভালো নয় তাই কাউকে ওরকম করে দাওয়াত দিতে পারিনি। তবে আসছে ডিসেম্বরে বিয়ের অনুষ্ঠান করার ইচ্ছা রয়েছে। তখন সবাইকে আমন্ত্রণ জানাবো। আর সবার কাছে আমাদের নতুন জীবনের জন্য দোয়া চাইছি।

রুবায়েত মাহমুদের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে তবুও ভালোবাসি, পেন্সিলে আঁকা ভালবাসা, মেঘ এনেছি ভেজা, দ্য জার্নি, বাকবাকুম ভালোবাসা ইত্যাদি।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020