1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
বিয়ের ৪ মাস পরই যমজ সন্তানের মা হলেন নয়নতারা
সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২, ০৩:১১ পূর্বাহ্ন
বিয়ের ৪ মাস পরই যমজ সন্তানের মা হলেন নয়নতারা

বিনোদন ডেস্ক
    আপডেট : ১০ অক্টোবর ২০২২, ৬:৪৬:১৯ অপরাহ্ন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর গত ৯ জুন পরিচালক বিগনেশ শিবানকে বিয়ে করেছেন এই অভিনেত্রী। তাদের বিয়ের বয়স মাত্র চার মাস। এরমধ্যেই সুখবর দিলেন এই তারকা দম্পতি। বিয়ের বয়স মাত্র ৪ মাস হলেও যমজ সন্তানের মা-বাবা হয়েছেন তারা। নিজের ইনস্টাগ্রামে দুই পুত্রসন্তানের ছবি পোস্ট করে এ খবর জানিয়েছেন দেন বিগনেশ।

রবিবার (৯ অক্টোবর) এক টুইট বার্তায়ও এ সুখবর শেয়ার করেন নয়নতারা ও বিগনেশ। টুইটে ছবিও শেয়ার করেছেন তারা।

টুইট বার্তায় নয়নতারা লিখেছেন, ‘আমরা মা আর বাবা হলাম। যমজ পুত্রসন্তান হয়েছে। আমরা সত্যিই ধন্য।’

ভিগনেশ লিখেছেন, ‘নয়ন আর আমি মা ও বাবা হলাম। যমজ পুত্রসন্তান হয়েছে। আমাদের প্রার্থনা, পূর্বপুরুষদের আশীর্বাদ এবং পুণ্যের জোরে দুই সন্তানের অভিভাবক হতে পেরেছি আমরা। আপনাদের আশীর্বাদ দরকার।’

গত ৯ জুন তামিলনাড়ুর মহাবলীপুরমে একটি পাঁচতারকা হোটেলে ভিগনেশের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নয়নতারা।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020