1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
বুরহান উদ্দিন (রহ.) মাজারের ওরশ আজ থেকে শুরু
শনিবার, ১০ জুন ২০২৩, ০২:৩২ অপরাহ্ন




বুরহান উদ্দিন (রহ.) মাজারের ওরশ আজ থেকে শুরু

বাংলানিউজএনওয়াই ডেস্ক::
    আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ৮:১৭:৫১ অপরাহ্ন

সিলেটের প্রথম মুসলমান দরগাই হযরত শাহ্ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (রহ.)’র তিন দিনব্যাপী ওরস মোবারক আজ মঙ্গলবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার ভোর ৪টায় শেষ হবে।
তিন দিনব্যাপী এই ওরশের প্রথম দিন বাদ ফজর খতমে কোরআন বাদ জোহর মিলাদ ও দোয়া, রাত ১২টায় রওজা গোসল ও ফাতেহা পাঠ এবং সারারাত জিগির আজগারের মাধ্যমে শেষ হবে।

বুধবার (২১ ডিসেম্বর) বাদ ফজর হইতে খমতে কোরআন, ১০টা থেকে ১২টা পর্যন্ত গিলাফ ছড়ানো, বাদ জোহর মিলাদ ও দোয়া, সারারাত জিকির আজগার ও ভোর ৪টায় ফাতেহা মিলাদ ও আখেরি মোনাজত। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বাদ ফজর নিয়াজ বিতরণের মাধ্যমে তিন দিনব্যাপী ওরশের সমাপ্তি ঘটবে।

এতে সকল ভক্ত আশেকানকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন হজরত শাহ্ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (রহ.) মাজার শরীফের মেতাওয়াল্লী আলহাজ্ব মো. আতাউর রহমান।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020