মানবতার কল্যাণে আমরা অঙ্গিকারাবদ্ধ এই শ্লোগানকে সামনে রেখে আজ নগরীর একটি অভিজাত হোটেলে ছাতক উপজেলার ঐতিহ্যবাহী গ্রামের সিলেটে অবস্থানরত বাসীন্দাদের নিয়ে একটি অরাজনৈতিক সংগঠন বুরাইয়া এসোসিয়েশন অব সিলেট নামের মানবিক সংগঠন এর আত্মপ্রকাশ ঘটে।
প্রকৌশলী নুরুল আমিনের সভাপতিত্বে আলী আমজদের উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব রফিকুজ্জামান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী মাওলানা শাহ নূর আলী, প্রবাসী এডভোকেট মঈন উদ্দিন আহমদ, প্রবাসী আশরাফ উদ্দিন, শাহিন আহমদ. হুমায়ুন আহমদ ও শরিফ আহমদ।
সভায় সর্ব সম্মতিক্রমে আনোয়ার হোসেন কে সভাপতি ও কুতবুল আলম কে সাধারন সম্পাদক মনোনিত করে ৩১ সদস্য বিশিষ্ট ২০২৩- ২০২৪ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহিন আহমেদ।