1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
বেলারুশের নাগরিকের মৃত্যু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে
সোমবার, ২৮ নভেম্বর ২০২২, ১১:৫৩ পূর্বাহ্ন
বেলারুশের নাগরিকের মৃত্যু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে

Banglanews24ny
    আপডেট : ২৪ জুলাই ২০২০, ৫:৪৮:২৭ পূর্বাহ্ন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ করতে আসা এক বেলারুশ নাগরিক মারা গেছেন। বৃহস্পতিবার বিকালে হৃদরোগে তিনি মারা যান।ইউছু ফাউ তিমুর (৪২) নামের ওই বেলারুশ নাগরিক প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমথ-এর কাজে যোগদানের জন্য গত ১৬ জুলাই বাংলাদেশে আসেন।প্রকল্পের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান এটমস্ট্রয় এক্সপোর্টের চিকিৎসক ডা. ফখরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ১৬ জুলাই ইউছু ফাউ তিমুর নিকিমথ কোম্পানির কাজের জন্য বাংলাদেশে এসে গ্রিন সিটিতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন।বৃহস্পতিবার দুপুরে খাওয়ার পর তিনি ঘুমিয়ে পড়েন।বিকালে অনেক ডাকাডাকি করেও ঘুম হতে না উঠলে রূমমেট কোম্পানির মাধ্যমে আমাকে খবর দেয়।

বিকাল পাঁচটার দিকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সম্ভবত হার্ট এ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানিয়েছেন।ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ নাসীর উদ্দিন জানান, বেলারুশ নাগরিকের মৃত্যুর খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য পাবনায় পাঠানো হয়েছে।ময়নাতদন্তের পর কর্তৃপক্ষের নিকট লাশ হস্তান্তর করা হবে।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020