1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
‘বেহেশত’ নিয়ে তোলপাড় : ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী
বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২, ১২:০৭ অপরাহ্ন
‘বেহেশত’ নিয়ে তোলপাড় : ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্ট::
    আপডেট : ১৩ আগস্ট ২০২২, ৬:২২:৩৮ অপরাহ্ন

সিলেটে বক্তব্য প্রদানের একদিন পর আলোচিত সেই উক্তির জবাব দিলেন পররাষ্ট্রমন্ত্রী। আজ শনিবার (১৩ আগষ্ট) দুপুরে সিলেটে একটি অনুষ্ঠান শেষে ফের সাংবাদিকদের মুখোমুখি হলে সেদিনের উক্তির প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

সেদিনের প্রসঙ্গ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়ার জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “(বেহেশতের কথা) আমি বলেছি, কম্পারেটিভ টু আদার কান্ট্রি (অন্য দেশের তুলনায়)….আর আপনারা সব জায়গায় লিখেছেন ‘বেহেশত বলেছেন’…মানে টুইস্ট করার (চেষ্টা)…..বলেন নাই যে আমাদের মূল্যস্ফীতি অন্য দেশের তুলনায় কম….” তখন সাংবাদিকরা বলেন, ‘আপনি যা বলেছেন, তা-ই অনএয়ার (প্রকাশিত) হয়েছে…’

এরপর মন্ত্রী বলেন, ‘মুদ্রাস্ফীতি ইংল্যান্ডে ১২ ভাগ, টার্কিতে ৬৭ ভাগ, পাকিস্তানে ৩৭ ভাগ, শ্রীলংকায় ১৫০ ভাগ, আর আমরা ৭ ভাগ….সেই দিক দিয়ে আমরা (ভালো আছি)…’
ড. মোমেন বলেন, ‘আমি বলেছি, অন্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। এবং তাদের তুলনায় আমরা বেহেশতে আছি, এই কথা বলেছিলাম। কিন্তু আপনারা (সাংবাদিকরা) এক্কেবারে উল্টা!’

শুক্রবার এক বৈঠক শেষে ‘আমরা সুখে আছি, বেহেশতে আছি’- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের এই মন্তব্যের জেরে আলোচনা-সমালোচনার বইতে থাকে। এই মন্তব্য সংবাদমাধ্যমের শীর্ষে জায়গা করে নেয়। একইসাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রীতিমতো ভাইরাল হয় বিষয়টি। এরই প্রেক্ষিতে আজ শনিবার ‘বেহেশতে আছি’ মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ড. মোমেন।

গতকাল শুক্রবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পে ‘ভূমি অধিগ্রহণ বিষয়ক’ মতবিনিময় সভা শেষে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাংবাদিকদের বলেন, ‘বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে। আমরা সুখে আছি, বেহেশতে আছি।

বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে; একটি পক্ষ এমন প্যানিক ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে। এটার কোনো ভিত্তি নেই। তবে আমরা এ মুহূর্তে চ্যালেঞ্জে আছি। বৈশ্বিক মন্দার কারণে আমরাও কিছুটা সংকটে। কিন্তু আমাদের যথেষ্ট রিজার্ভ আছে। আগাম সতর্কতা হিসেবে আমরা কিছুটা সাশ্রয়ী হওয়ার চেষ্টা করছি।’
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020