1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
বৈষম্যমূলক আচরণ তুলে ধরায় বাংলাদেশি রায়হান কবির মালয়েশিয়ায় গ্রেপ্তার
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:১১ অপরাহ্ন




বৈষম্যমূলক আচরণ তুলে ধরায় বাংলাদেশি রায়হান কবির মালয়েশিয়ায় গ্রেপ্তার

Banglanews24ny
    আপডেট : ২৪ জুলাই ২০২০, ৬:৫৭:২৬ অপরাহ্ন

বৈষম্যমূলক আচরণ তুলে ধরা বাংলাদেশি রায়হান কবির মালয়েশিয়ায় গ্রেপ্তারআন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে নিপীড়নের অভিযোগ করায় বাংলাদেশি তরুণ রায়হান কবিরকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। শুক্রবার মালয়েশিয়ার কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল দেশটির ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল দাজায়মি দাউদকে উদ্ধৃত করে রায়হানের গ্রেপ্তারের খবর জানিয়েছে। তবে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এর সত্যতা নিশ্চিত করেনি।গত ৩ জুলাই আল জাজিরার ইংরেজি ‘লকডআপ ইন মালয়েশিয়ান লকডাউন-১০১ ইস্ট’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে।

এতে মালয়েশিয়ায় করোনাকালে প্রবাসী শ্রমিকদের প্রতি দেশটির সরকারের নিপীড়ন ওবৈষম্যমূলক আচরণ তুলে ধরা হয়। আল জাজিরাকে দেওয়া সাক্ষাতকারে বাংলাদেশের নারায়নগঞ্জের বন্দর উপজেলার বাসিন্দা রায়হান কবির নিপীড়নের প্রতিবাদ জানান। প্রতিবেদন প্রচারের পর রায়হান কবিরের বিরুদ্ধে চড়াও হয় মালয়েশিয়ার পুলিশ। গত ১২ জুলাই রায়হানের ওয়ার্ক পারমিট বাতিল করে মালয়েশিয়া সরকার। ‘মিথ্যা তথ্য দিয়ে মালয়েশিয়ার ভাবমূর্তি নষ্টের’ অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। একই অভিযোগে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। আল জাজিরার বিরুদ্ধে মামলা করেছে মালয়েশিয়া পুলিশ।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020