বড়লেখায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে. কর্মসূচির মধ্যে ছিল- র্যালি, আলোচনা সভা, কেক কাটা, পথ শিশুদের মাঝে পোষাক বিতরণ ও বৃক্ষরোপণ। বৃহস্পতিবার (২৮ জুলাই) স্বেচ্ছাসেবক লীগ বড়লেখা উপজেলা শাখা এসব অনুষ্ঠানের আয়োজন করে।
দুপুরে বড়লেখা সদর ইউনিয়ন এলাকা থেকে পৌর শহরে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরান হোসেন।
স্বেচ্ছাসেবক লীগ বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফরহাদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জেহিন সিদ্দীকি, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনাম উদ্দিন, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়ছল আহমদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল ইসলাম জীবন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা চম্পক দাস, ফরহাদ আহমদ, ইকবাল হোসেন, ময়নুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আহমদ, প্রমুখ।