জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছোটপর্দার চেয়ে বড় পর্দার কাজ নিয়েই বেশি ব্যস্ত তিনি। এ অভিনেত্রী সম্প্রতি শেষ করেছেন তার বাবা নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ সিনেমার কাজ। নন্দিত কথা সাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘যাপিত জীবন’ অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমা। ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে।
এবার নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ভাবনা। সিনেমার নাম ‘এক্সকিউজ মি’। সিনেমাটি নির্মাণ করবেন নাট্য নির্মাতা রায়হান খান। এতে ভাবনার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক জিয়াউল রোশান।
জানা গেছে, নতুন বছরের শুরুতেই এর শুটিং শুরু হবে। এর আগে বুধবার (২১ ডিসেম্বর) মহরত অনুষ্ঠানের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধবেন ভাবনা ও রোশান।