1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
ভারতে বিষাক্ত মদ্যপানে ৩১ জনের মৃত্যু
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:০৬ পূর্বাহ্ন




ভারতে বিষাক্ত মদ্যপানে ৩১ জনের মৃত্যু

বাংলানিউজএনওয়াই ডেস্ক::
    আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১০:২৮:২০ পূর্বাহ্ন

ভারতের বিহারে বিষাক্ত মদ্যপানে ৩১ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্যমতে, বিহারের সারান জেলার গত ১৩ ডিসেম্বর কয়েকজন ব্যক্তি বিষাক্ত মদপান করেন। এর পরপরই তারা বমি শুরু করেন। পরে তাদের অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নেওয়ার পথে কয়েকজন মারা যান। বাকিরা বুধবার এবং বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ ঘটানার পর ওই এলাকায় অবৈধ মদের দোকান বন্ধে অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে ১২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত জুলাইয়ে ভেজাল মদ পানে দেশটির গুজরাটে অন্তত ৪২ জনের মৃত্যু হয়। ২০২০ সালে দেশটির পাঞ্জাবে মদ্যপানে ১২০ জনের মৃত্যু হয়েছিল।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020