1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
ভারতে ২৩ সেপ্টেম্বর খুলছে অ্যাপলের অনলাইন স্টোর
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন




ভারতে ২৩ সেপ্টেম্বর খুলছে অ্যাপলের অনলাইন স্টোর

অনলাইন ডেস্ক:
    আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১:৩৭:৩৭ অপরাহ্ন

ভারতে অনলাইন স্টোর খোলার কথা গতকাল বৃহস্পতিবার ঘোষণা করল অ্যাপল। আগামী ২৩ সেপ্টেম্বর লঞ্চ হবে সেই স্টোর। ভারতে এই প্রথম কোনও নিজস্ব স্টোর খুলবে অ্যাপল, যেখান থেকে সরাসরি অ্যাপলের পণ্য কিনতে পারবেন গ্রাহকরা। ভারতে নিজস্ব স্টোর নেই অ্যাপলের। যা আছে তা সবই ‘থার্ড পার্টি স্টোর’।

এর আগে ২০২১-এ ভারতের বাজারে অ্যাপলের নিজস্ব ফিজিক্যাল স্টোর খোলার পরিকল্পনার কথা এ বছর ফেব্রুয়ারিতে জানিয়েছিলেন অ্যাপল সিইও টিম কুক। এ বছরের শুরুতেই ভারতে অনলাইন স্টোর খোলার পরিকল্পনা ছিল অ্যাপলের। কিন্তু করোনাভাইরাস অতিমারির জেরে তা পিছিয়ে যায়। এত দিন অ্যামাজন, ফ্লিপকার্টের মতো ই-কমার্স সাইটের মাধ্যমে নিজেদের পণ্য বিক্রি করতে অ্যাপল।

বলা হয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে সরাসরি অ্যাপলের স্টোর থেকেই আইফোন, আইপ্যাড অর্ডার দিতে পারবেন গ্রাহকরা। এ ব্যাপারে অ্যাপলের উচ্চপদস্থ কর্তা দিয়েরদ্রে ও’ব্রায়েন বলেছেন, ‘ভারতে নিজেদের ছড়িয়ে দিতে পেরে আমরা গর্বিত। ভারতের গ্রাহকদের সমস্ত রকম পরিষেবা দিতে চাই আমরা।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020