1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
ভারত সফরে আসছেন বাইডেন
শনিবার, ১০ জুন ২০২৩, ০১:৫০ অপরাহ্ন




ভারত সফরে আসছেন বাইডেন

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ৬:৩৪:৫৬ পূর্বাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো ভারত সফরে আসছেন। আগামী সেপ্টেম্বরে ভারত সফরে আসার কথা রয়েছে তার। বাইডেনের সফর ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া মাত্রা যোগ করবে বলে আশাবাদী হোয়াইট হাউস।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ‘জি২০ লিডার্স সামিট’-এর আসরে হাজির থাকতে ভারত আসছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।

সংবাদমাধ্যমটি বলছে, ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শনিবার এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।

ঝানু এই মার্কিন কর্মকর্তার মতে, ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া যুগের সূচনা করতে চলেছে ২০২৩ সাল। তারই প্রথম প্রকাশ ঘটতে পারে সেপ্টেম্বরে জি২০ লিডার্স সামিটে। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর পাশাপাশি একই মঞ্চে উপস্থিত থাকতে চলেছেন বাইডেন।

এ বিষয়ে ডোনাল্ড লু আরও বলেন, আমি জানি, আমাদের প্রেসিডেন্ট সেপ্টেম্বরে ভারত সফরে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। জি২০ লিডার্স সামিটে অংশ নেওয়ার মাধ্যমে এটাই তার প্রথম ভারত সফর হতে চলেছে।

আগামী দিনের দ্বিপাক্ষিক সম্পর্কে যা হতে যাচ্ছে, সেটা ভেবে আমরা এখনই রোমাঞ্চ অনুভব করছি বলেও মন্তব্য করেন মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020