1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
ভোক্তা অধিকার কর্তৃক কুলাউড়ায় ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা ;
বুধবার, ২২ মার্চ ২০২৩, ১২:১৬ পূর্বাহ্ন




ভোক্তা অধিকার কর্তৃক কুলাউড়ায় ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা ;

জোবায়ের আহমদ, মৌলভীবাজার থেকে
    আপডেট : ২৫ আগস্ট ২০২০, ১:৩১:০৫ অপরাহ্ন

মৌলভীবাজারের কুলাউড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে কুলাউড়া থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় আজ মঙ্গলবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজার, উত্তর রবিরবাজার, কুলাউড়া রোড, লামা বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

তদারকি অভিযানে মূল্য তালিকা না রাখা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও প্রসাধনী বিক্রয় করা, বিস্ফোরক আইন না মেনে ঝঁকিপূর্ণভাবে রাস্তার পাশে রেখে গ্যাস সিলিন্ডার বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে উত্তর রবিরবাজারে অবস্থিত সুলতানা ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকা, কুলাউড়া রোডে অবস্থিত আখলিমা ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার ৫ শত টাকা, লামা বাজারে অবস্থিত স্বপ্না ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন জানান, আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচাঁমাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্যমূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্যপণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্নমানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020