সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকালে উপজেলার বংশিকুন্ডা উওর ইউনিয়নের ওই বিদ্যালয়ের সভাকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে নির্বাচিত হলেন- বংশিকুন্ডা উওর ইউপি চেয়ারম্যান নূর নবী তালুকদার।
নির্বাচনে উপস্থিত ছিলেন প্রিজাইডিং অফিসার মোঃ মাহবুবুল কবীর, মোঃ রঞ্জু মিয়া প্রধান শিক্ষক ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয়, দাতা মোঃ আব্দুর সাত্তার, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক,সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন,সদস্য মোঃ আব্দুল আলিম, সদস্য মঞ্জুরুল হক,সদস্য মোঃ মাফুজ, সদস্য শাহজাহান খাঁন, সদস্য মোছাঃ সুফিয়া খাতুন, সদস্য মোঃ আজিজুল হক, সদস্য মোঃ মিজানুর রহমান, এবং হ্যাপি রেমা সহকারী শিক্ষক ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয় এবং অত্র এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গগণ।