1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
ভ্যাকসিনের ব্লুপ্রিন্ট প্রকাশ করলো মডার্না-ফাইজার
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:৩৩ অপরাহ্ন




ভ্যাকসিনের ব্লুপ্রিন্ট প্রকাশ করলো মডার্না-ফাইজার

আন্তর্জাতিক ডেস্ক
    আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ৯:১২:১৬ পূর্বাহ্ন

করোনার ভ্যাকসিন আবিষ্কারের শুরুতেই এর গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে সারা বিশ্বে। এরই মধ্যে জনসাধারণ ও বিজ্ঞানীদের আস্থায় আনতে ভ্যাকসিনের গোপন ব্লুপ্রিন্ট প্রকাশ করেছে ট্রায়ালে থাকা ভ্যাকসিন উৎপাদন কোম্পানী মডার্না ও ফাইজার। খবর নিউইয়র্ক টাইমসের।

এ দুটি ভ্যাকসিন মানবদেহে কীভাবে কাজ করবে এবং কীভাবে এর কার্যকারীতা প্রমাণিত হবে এ বিষয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছে কোম্পানী দুটি। কাদের মধ্যে প্রথমে এ ভ্যাকসিন প্রয়োগ করা হবে এবং কিসের ভিত্তিতে বাছাই করা হবে তাও প্রকাশ করেছে তারা। তাছাড়া কী পরিমাণ ঝুঁকি দেখা দিলে ভ্যাকসিনের প্রয়োগ বন্ধ করা হবে তাও জানানো হয়েছে।

এরই মধ্যে মডার্না প্রায় ৩০ হাজার মানুষের অংশগ্রহণে তাদের ট্রায়াল পরিচালিত করেছে। যেখানে ৪৪ হাজার মানুষের অংশগ্রহণে ট্রায়াল চালিয়েছে ফাইজার। মার্কিন নির্বাচনের আগে তাড়াহুড়ো করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকা প্রয়োগের চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। চলমান এ বিতর্কের মধ্যেই প্রতিষ্ঠান দুটি তাদের টিকার গোপন স্বত্ত্ব উন্মোচন করলো।

উল্লেখ্য, প্রতিষ্ঠান দুটোই ২০২১ সালের প্রথমদিকের মধ্যে বাজারে দশ লাখের বেশি টিকা আনতে পারবে বলে ধারণা করছে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020