1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
ভ্যাকসিন পেতে সব দেশের সঙ্গে যোগাযোগ রয়েছে
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:১০ পূর্বাহ্ন
ভ্যাকসিন পেতে সব দেশের সঙ্গে যোগাযোগ রয়েছে

অনলাইন ডেস্ক:
    আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ৮:৪২:২৩ পূর্বাহ্ন

করোনার ভ্যাকসিন পেতে সব দেশের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সময়মতো ব্যবস্থা নেয়ায় করোনায় মৃত্যুর হার নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

 

বৃহস্পতিবার একাদশ সংসদের নবম অধিবেশনে সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের টিকা পেতে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। এজন্য টাকাও বরাদ্দ করা হয়েছে।

সমাপনী অধিবেশনে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের ফতুল্লায় বিস্ফোরণ যাওয়া বায়তুস সালাত জামে মসজিদটি নির্মাণের কোনও অনুমতি ছিল না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে নীতিমালা মেনে স্থাপনা নির্মাণের আহ্বানও জানান সরকারপ্রধান।

এই ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আমরা অনেক মুসল্লিকে হারিয়েছি। নামাজ পড়া অবস্থায় মৃত্যুবরণ করেছে এটা অত্যন্ত দুঃখজনক। সবার আত্মার মাগফিরাত কামনা করি।’

তিনি আরো বলেন, ‘মসজিদ নির্মাণ হয়েছে এমন একটি জায়গায় যেখানে গ্যাসের লাইন ছিল। ওই গ্যাসের লাইনের ওপর মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদ নির্মাণের কোনও অনুমোদন ছিল না। জায়গাটাও কমিটির ছিল না। এভাবে অনুমোদন না নিয়ে করার ফলে এই দুর্ঘটনাটা ঘটে গেলো। কতগুলো জীবন ঝরে গেলো। ভবিষ্যতে কেউ যদি কোনও স্থাপনা করেন, অন্তত নীতিমালা মেনে করবেন। যাতে এ ধরনের দুর্ঘটনায় আমাদের পড়তে না হয়।’
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020