1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
মক্কায় অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা,হজ সিকিউরিটি ফোর্স ২৪৪ জনকে আটক
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৪৭ অপরাহ্ন
মক্কায় অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা,হজ সিকিউরিটি ফোর্স ২৪৪ জনকে আটক

অনলাইন ডেস্ক
    আপডেট : ২৯ জুলাই ২০২০, ২:১৫:৩২ পূর্বাহ্ন

মক্কায় অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা,হজ সিকিউরিটি ফোর্স ২৪৪ জনকে আটক,মহামারি আকারে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে অন্য বছরের মতো এবার হজ পালনের অনুমতি দেয়নি সৌদি আরবের সরকার। সর্বোচ্চ ১০ হাজার মানুষকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তার মধ্যে দুই তৃতীয়াংশ সৌদি আরবে বসবাসরত বিদেশি মুসলিম এবং এক তৃতীয়াংশ সৌদি নাগরিক।

তার পরেও অবৈধভাবে হজ পালনের চেষ্টা করছেন অনেকে। গতকাল মঙ্গলবার হজ সিকিউরিটি ফোর্স দু’শ ৪৪ জনকে আটক করেছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা অনুমতি না পাওয়ার পরেও তারা প্রটোকল ভেঙে হজ পালনের চেষ্টা করছিলেন।

প্রমাণ সাপেক্ষে আটক ২৪৪ জনকে শাস্তি দেওয়া হয়েছে। আগেই জানানো হয়েছে, অনুমতি না থাকলে হজে যাওয়া যাবে না। তার পরেও কেউ পবিত্র স্থানগুলোতে যাওয়ার চেষ্টা করলে কড়া শাস্তির আওতায় পড়বে।

সৌদি প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে কড়া নিরাপত্তা বজায় রেখে সীমিত পরিসরে হজ পালন হচ্ছে। অনুমতি না থাকলে কেউ যেন এ বছর হজ পালনের চেষ্টা না করে। চেষ্টা করলেও ধরা পড়তে হবে। কারণ, নিরাপত্তা ব্যবস্থা একেবারেই কঠিন। ধাপে ধাপে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি হতে হবে।

সূত্র : সৌদি গেজেট
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020