1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
মঙ্গলবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:৩০ অপরাহ্ন




মঙ্গলবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৩, ৮:৫৬:৩২ অপরাহ্ন

প্রথমবারের মতো দুদিনের সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) তার ঢাকায় আসার কথা রয়েছে। পরদিন বুধবার ফরেন অফিস কনসাল্টেশন বা সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রাধান্য পেতে পারে, আঞ্চলিক ও সামরিক নিরাপত্তা, জঙ্গিবাদ দমন, যোগাযোগ, রাষ্ট্রীয় ঋণ, রোহিঙ্গা সংকটের সমাধান, পানি ও বাণিজ্যসহ নানা বিষয়।

সম্প্রতি আলোচনায় থাকা আদানির কাছ থেকে বাংলাদেশের বিদ্যুৎ কেনার বিষয়টি আলোচনায় থাকছে কিনা- জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়। আলোচনা নির্ভর করছে, ভারত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর।

বিনয় মোহন কোয়াত্রা পররাষ্ট্র সচিব হওয়ার পর এটি তার প্রথম ঢাকা সফর। এর আগের সচিবের বৈঠকের ইস্যুগুলো প্রাধান্য পাবে বলে জানান পররাষ্ট্র সচিব।

গত বছর জানুয়ারিতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020