1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
মধ্যরাতে শাকিবের বাড়িতে হামলা
রবিবার, ২৭ নভেম্বর ২০২২, ০৩:৩৪ পূর্বাহ্ন
মধ্যরাতে শাকিবের বাড়িতে হামলা

বিনোদন ডেস্ক::
    আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১২:৪১:০০ অপরাহ্ন

মধ্যরাতে নায়ক শাকিব খানের পূবাইলের বাড়ি ‘জান্নাত’ এ হামলার ঘটনা ঘটেছে। একদল দুর্বৃত্ত এমন হামলা চালিয়েছে বলে জানিয়েছেন শাকিবের ঘনিষ্ঠসূত্র।

জানা গেছে, গাজীপুরের পূবাইলের বিলাসবহুল বাড়িটি শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয়। বৃহস্পতিবার (১০ নভেম্বর) মধ্যরাত দেড়টার দিকে সেখানে হামলা চালায় একদল দুর্বৃত্ত। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

বিষয়টি নিশ্চিত করে পূবাইল থানার ওসি জাহিদুর রহমান বলেন, ফোনে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদারকি করছি।

শাকিব খানের বিলাসবহুল শুটিং বাড়ি জান্নাত। গত কয়েকবছর ধরে সেখানে সিনেমা নাটক ও মিউজিক ভিডিও শুটিং হচ্ছে। সেখানে শুটিং সংশ্লিষ্ট বিভিন্ন মূল্যবান আসবাবপত্র রয়েছে। তবে হামলার বিষয়ে এখনও কিছু জানাননি শাকিব খান।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020