গত ২৫ জুলাই শহীদ আহমেদ নামের একজন প্রবাসী কর্মী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে ফোন করে জানান, তার পর্তুগাল গমনের ফ্লাইট ২৮ জুলাই। বিদেশে গমনের ক্ষেত্রে তার কোভিড ১৯ টেস্ট করা জরুরি হয়ে পড়ে। কিন্তু স্বল্প সময়ের মধ্যে কীভাবে কোভিড ১৯ টেস্ট করাবেন এই নিয়ে সে দুশ্চিন্তায় পড়েছে। মন্ত্রী ইমরান আহমদ শহীদের কথা মনোযোগ সহকারে শুনে তার মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাসরীন জাহানকে শহীদের কোভিড ১৯ টেস্টের ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য নির্দেশনা প্রদান করেন।
যুগ্মসচিব নাসরীন জাহান সাথে সাথেই সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডলকে শহীদের কোভিড ১৯ টেস্টের ব্যবস্থা গ্রহণ করতে বলেন।ডা. প্রেমানন্দ মন্ডল তার কথায় সাড়া দিয়ে উক্ত কর্মীর কোভিড -১৯ টেস্টের ব্যবস্থা করেন এবং একদিনের মধ্যেই রিপোর্ট প্রদানের নিশ্চয়তা দেন। এতে প্রবাসী কর্মীর পর্তুগাল গমনের প্রক্রিয়া ঝুকিমুক্ত হয়।ডা. প্রেমানন্দ মণ্ডল এর ত্বরিত সাড়াদান এবং কর্তব্য নিষ্ঠায় মুগ্ধ হয়ে মন্ত্রী ইমরান আহমদ এমপি তাকে আজ ধন্যবাদ পত্র প্রেরণ করেছেন।