1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
মসজিদে এসি বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৩১
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:৪২ অপরাহ্ন
মসজিদে এসি বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৩১

অনলাইন ডেস্ক:
    আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১:২৪:০৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় শেখ ফরিদ (২৩) ও নজরুল ইসলাম (৫০) নামে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জন হয়েছে।

বৃহস্পতিবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় নজরুল ইসলাম ও পৌনে ৫টায় শেখ ফরিদের মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধদের মধ্যে ৩১ জন মারা গেছেন। একজন চিকিৎসা দিয়ে বাসায় ফিরেছেন। বাকি পাঁচজনের অবস্থাও আশঙ্কাজনক।

প্রসঙ্গত, শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৪০ জন আহত হন। হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৩১ জনের মৃত্যু হলো।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020